তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অন্যতম অন্তরায় তামাক কোম্পানির অপকৌশল : ডেপুটি স্পিকার -

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অন্যতম অন্তরায় তামাক কোম্পানির অপকৌশল : ডেপুটি স্পিকার

তামাক কোম্পানির অপকৌশল তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে অন্যতম অন্তরায় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার জনাব শামসুল হক টুকু এমপি। গত ৮ সেপ্টেম্বর ২০২২ জাতীয় সংসদ ভবনের ডেপুটি স্পিকারের কার্যালয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল (টিসিআরসি) এর নের্তৃত্বে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা) এর একটি প্রতিনিধি দলের সাথে এক সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।

মাননীয় ডেপুটি স্পিকার জনাব শামসুল হক টুকু বলেন, তামাক কোম্পানিগুলো নানাভাবে নীতি নির্ধারকদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই মুহূর্তে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের সবচেয়ে বড় অন্তরায় তামাক কোম্পানির এসব অপকৌশল। কিন্তু তাদের ব্যবস্যার থেকে দেশের জনগণের স্বাস্থ্য যে অধিক গুরুত্বপূর্ণ এটা বুঝতে হবে। এজন্য অতিদ্রুত জনস্বাস্থ্য উন্নয়নে তামাক নিয়ন্ত্রণ আইনটি পাশ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। তাঁর এই প্রত্যয় বাস্তবায়নে এবং দেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি একটি বিষয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ এবং অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেও তামাক নিয়ন্ত্রণকে গুরুত্ব দেয়া হয়েছে। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে তামাক নিয়ন্ত্রণ শক্তিশালী ভূমিকা রাখতে সক্ষম। সার্বিক দিক বিবেচনায় এ আইনটি সংশোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দ্রুত পাশ করে আইনটি বাস্তবায়নে সকলকে একযোগে কাজ করতে হবে।

স্বাক্ষাৎকালে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন ছাড়াও জনস্বাস্থ্য উন্নয়ন, জলবায়ূ বিপর্যয়, মানসিক স্বাস্থ্যের বিকাশ, হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রভৃতি বিষয়ে মাননীয় ডেপুটি স্পিকারের সাথে সরাসরি আলোচনা করা হয়।
উক্ত প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল এর প্রকল্প পরিচালক মো. বজলুর রহমান, ডাস এর উপদেষ্টা আমিনুল ইসলাম বকুল, ডাব্লিউবিবি ট্রাস্ট এর হেড অফ প্রোগ্রাম (টিসি এন্ড এনসিডি) সৈয়দা অনন্যা রহমান, টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেল এর প্রজেক্ট ম্যানেজার ফারহানা জামান লিজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অফ ইকোনোমিক্স রিসার্চ এর প্রকল্প কর্মকর্তা ইব্রাহীম খলিল এবং ডাব্লিউবিবি ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা আরিফ হাসান।

এসময় মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় পাবনা-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শামসুল হক টুকুকে প্রতিনিধিদলের পক্ষ থেকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।