তামাক ব্যবহারজনিত রোগে অতীতের যেকোনো সময়ের চেয়ে চিকিৎসা ব্যয় বেড়েছে। ২০১৮ সালে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির গবেষণায় দেখা গেছে, তামাক ব্যবহারজনিত রোগের চিকিৎসা ব্যয় ছিলো ৩০৫৭০ কোটি টাকা। যা বর্তমানে আরও বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের মুদ্রাস্ফীতি ৯.৮৮ অনুসারে এই ক্ষতিকর পরিমাণ বর্তমানে ৪২৪৩৫.৬৮ কোটি টাকা।
আজ ১৭ অক্টোবর ২০২৪ (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো (বিইআর) এর ফোকাল পার্সন ড. রুমানা হক এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে প্রতিবছর ১ লক্ষ ৬১ হাজার মানুষ মারা যায়। দেশে অসংক্রামক রোগের কারণে ৭০% মৃত্যু হয়। আর অসংক্রমক রোগের অন্যতম প্রধান কারণ তামাক ব্যবহার। তামাক ব্যবহার দেশে ফুসফুস ক্যান্সার এবং মুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। ফলে অতীতের যেকোনো সময়ের চেয়ে ব্যয় বাড়ছে।
তিনি আরও বলেন, তামাকজনিত রোগের ব্যয় কমাতে তামাকজাত দ্রব্যের কর হার ও মূল্য আরও বৃদ্ধি করা জরুরি। একইসঙ্গে তামাকজনিত রোগের কবল থেকে বাঁচাতে জনসচেতনা বৃদ্ধি জরুরি।